প্রত্যাশিত সংস্থাকে নিরাপত্তার জন্য আনসার সদস্য চেয়ে নির্ধারিত ফরমে জেলা কমান্ড্যান্ট বরাবর আবেদন করতে হয়। সংস্থার আবেদনের প্রেক্ষিতে জেলা কমান্ড্যান্ট
সংশ্লিষ্ট উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে সরজমিনে পরিদর্শন পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।উক্ত পরিদর্শন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষ জেলা কমান্ড্যান্ট নিজে কিংবা ক্ষেত্র বিশেষে তার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে অধিকতর যাচাই করে নিজস্ব মতামতসহ সম্মিলিত পরিদর্শন প্রতিবেদন রেঞ্জ কমান্ডারের নিকট উপস্থাপন করেন। রেঞ্জ কমান্ডার প্রতিবেদনের যৌক্তিকতা ও ক্ষেত্র বিবেচনা করে সন্তোষজনক পেলে মহা পরিচালকের নিকট প্রেরন করেন। মহাপরিচালক কর্তৃক সন্তোষজনক বিবেচিত হলে অনুমোদন করে জেলা কার্যালয়ে প্রেরণ করেন। অতঃপর আবেদনকারীর আবেদন অনুযায়ী প্রয়োজনীয় আনসার সদস্য মোতায়েন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস